FAQ

পাইলস, মলদার ও পেটের নাড়ী বিশেষজ্ঞ ডাঃ তারিক আখতার খান কে দেখানোর আগে মানুষ যেসব প্রশ্ন করে তার উত্তরঃ 

  • ডাক্তারকে দেখাতে সিরিয়াল দেব কিভাবে?
    • সিরিয়াল দেবার জন্য সকাল ১০ টা থেকে রাত ১০ টার ভিতর ফোন করুনঃ ০১৮৫০৩৮৮৩২৯ রাসেল, ০১৯৮৫৮৬০৬৯০ঃ তৌহিদ, ০১৭৩৬৩৬৯৫৩৬ঃ ফারহানা
  • অমুক অপারেশনের খরচ কত? 
    • প্রত্যেক রোগের বিভিন্ন ধরণের অপারেশন আছে। স্যার অন্যের সিদ্ধান্তে অপারেশন করেনা। আপনার জন্য কোন অপারেশন ভালো হবে সেটা স্যার আপনার সাথে কথা বলে এবং আপনাকে দেখে সিদ্ধান্ত নিবে। এজন্য আপনাকে এপয়েন্টমেন্ট নিয়ে রোগী ও তার সকল কাগজপত্র নিয়ে দেখা করতে হবে। তারপর খরচের ব্যাপারে স্যার নিজেই আপনার সাথে কথা বলবেন। এখন কি আমি আপনার এপয়েন্টমেন্ট রাখব?

  • আমি অমুক ডাক্তারকে দেখিয়েছি। ধরেন যদি অমুক অপারেশন লাগে তাহলে কত টাকা লাগবে?
    • সরি, আমরা এভাবে বলতে পারব না।

  • স্যার কোথায় রোগী দেখেন?
    • দুপুর ২-৩ টায় ইম্পালস হাসপাতাল, তেজগাও
    • সন্ধ্যা ৬-৭ টায় ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, গ্রীন রোড

  • ইম্পালস হাসপাতাল কোথায়?
    • তেজগাও শিল্প এলাকায় চ্যানেল আই বিল্ডিং এর পিছনে। হক এবং নাবিস্কোর মাঝে। 

  • ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কোথায়?
    • গ্রীন রোডে ধানমন্ডি ৭ নং রোডের মাথায়। গ্রীন লাইফ হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালের মাঝে। নিউ লাইফ হাসপাতালের পাশের গলি দিয়ে ভিতরে ঢুকবেন।

  • স্যার কি এই এক ঘন্টা মাত্র রোগী দেখেন? 
    • স্যারের অপারেশন, কলোনস্কপি বিভিন্ন কাজ থাকে। তাই আপনি এই সময়ের ভিতরে আসবেন।

  • স্যার কি কি বারে বসেন?
    • শনি থেকে বুধবার।

  • স্যারের ভিজিট কত/ রোগী দেখতে কত টাকা নেন? 
    • নতুন রোগী ১২০০ টাকা, পুরাতন রোগী ৬০০ টাকা। 

  • রিপোর্ট দেখতে কি টাকা নেন?
    • রোগী দেখানোর সাত দিনের মধ্যে রিপোর্ট দেখতে কোন টাকা নেন না। সাত দিনের পর ৬০০ টাকা নেন। 

  • স্যার কি পাইলসের ডাক্তার?
    • জি। স্যার পাইলস, মলদার ও পেটের নাড়ী বিশেষজ্ঞ।

  • ফিস্টুলা কি ভালো হয়?
    • ফিস্টুলার একমাত্র চিকিৎসা অপারেশন। ফিস্টুলায় আমাদের সাকসেস রেট ৯৯% 

  • স্যার কি কি রোগের চিকিৎসা করেন?
    • পাইলস, কোলন ক্যান্সার, রেক্টাম/মলাশয় ক্যান্সার, পলিপ, এনাল/মলদারের ক্যান্সার, ফিস্টুলা, ফোঁড়া, এনাল ফিসার, রেক্টাল প্রোলাপ্স (হালিশ), কোষ্ঠকাঠিন্য, মলত্যাগে বাধাগ্রস্ততা, আমাশয়, পেটে ব্যাথা, আইবিএস, আলসারিটিভ কোলাইটিস, ক্রনস ডিসিস, পেটের ও মলদারের যক্ষা, বমি, বদ হজম, পেটে গ্যাস, মলদারে রক্ত যাওয়া, মলদারে ব্যাথা, পাইলোনিডাল সাইনাস ইত্যাদির চিকিৎসা।বিনা অপারেশনে পাইলসের চিকিৎসা, লেজার চিকিৎসা, কলোনস্কপি, রাবার ব্যান্ড/রিং লাইগেশন, ইঞ্জেকশন স্কেরোথেরাপি, লঙ্গো, STARR, ফিস্টুলা সার্জারী, ল্যাপারোস্কপিক রেক্টোপেক্সি, মলদার রেখেই কোলন ও রেক্টাম ক্যান্সার অপারেশন ইত্যাদি সেবা দেন।