Reviews for Dr. Tariq Akhtar Khan
- Reviewed By: Zohir Uddin
- Location:
-
This review was copy/pasted from:
- Original Review Link: https://maps.app.goo.gl/ft2G97y9pQW7LwQA9 Link to Original Review Posted on Google
-
Comment:
চিরকৃতজ্ঞতা প্রিয় শিক্ষক শ্রদ্ধাভাজন ডাঃতারিক আখতার খান স্যার। তিনি মানুষ হিসেবে অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলভ।তাঁর সুচিকিৎসায় হাজারো জটিল রোগি সুস্থজীবন ফিরে পেয়েছে। স্যারকে শুরু থেকেই জানার সুযোগ হয়েছে। স্যার চিকিৎসা জীবনের প্রতিটা ক্ষেত্রে তাঁর যোগ্যতা এবং দক্ষতার প্রমান দিয়ে আজ দেশ সেরা একজন Colorectal Surgeon। আমি যে কারনে স্যারের প্রতি কৃতজ্ঞ: আমার স্ত্রী বিয়ের প্রায় দুই বছর আগে থেকে কোলনের পলিপ এবং স্ট্রিকচার নামক জটিল সমস্যায় ভুগছিলেন। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোন সমাধান পাইনাই। আমি তাকে "বিআরবি"হাসপাতালে স্যারের চেম্বারে নিয়ে যাই।স্যার সময় নিয়ে তার সকল রিপোর্ট দেখলেন এবং বললেন আমার স্ত্রীর কোলনের(বৃহদান্ত্র)কিছু অংশ কেটে ফেলতে হবে এবং এটাই একমাত্র সমাধানের পথ। অবশেষে গত ২৫/১২/২০২১ ইং তারিখে 'স্যার' সফল ভাবে অপারেশন সম্পন্ন করেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার স্ত্রী এখন পরিপূর্ণ সুস্থ।
আল্লাহর কাছে স্যারের নেক হায়াতের জন্য দোয়া করছি যেন এভাবে অসংখ্য রোগির সুস্থ জীবন উপহারের মাধ্যম হতে পারেন। -
Overall Rating


