Reviews for Dr. Tariq Akhtar Khan
- Reviewed By: Riyad Sarker
- Location:
-
This review was copy/pasted from:
- Original Review Link: https://maps.app.goo.gl/dBL5DKZAjo89qQ5s5 Link to Original Review Posted on Google
- Comment: সময় টা ছিল গত বছর রমজান মাসে হঠাত বুঝতে পারলাম আমার ফিস্টুলা হয়েছে.. বুঝে উঠতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল... সাধারন ফোড়া ভেবে অবহেলা করেছিলাম. পরে যখন ব্যাপার টা বুঝে উঠতে পারছিলাম না তখন গুগল সারচ করে ডা. একে এম ফজলুল হকের নাম পেলাম..তাকে গিয়ে দেখালাম.. ১৬০০ টাকা ভিজিট দিয়ে ৬ মিনিট সময় ও উনি আমাকে দেন নি.. তাতে কোনো আফসোস ছিলো কিন্তু আমার চিকিৎসা এর জন্য বলেছিলো ৩ বার অপারেশন করতে হবে তাতে প্রায় দুই লাখ টাকা খরচ হবে..হতাশা নিয়ে বাড়ি ফিরলাম.. ভেবেছিলাম হয়তো রোগ টা নিয়েই বেচে থাকতে হবে..পরিবারের কথায় হাল ছাড়লাম না আরও ডা. দের খোজ করতে থাকলাম..মিরপুর ডেলটা কেয়ার এ একজন কে দেখালাম..কিন্তু স্যটিস্ফ্যকশন পেলাম না..অবশেষে ডা. তারিক আখতার খান স্যার এর খোজ পেলাম.. অবশেষে স্যার আমাকে আস্বাস দিলেন... আমার সমস্যা খুব মনোযোগ দিয়ে শুনে আমাকে অপারেশন করতে বললেন..এত টাকার অপারেশন যেখানে অনন্য ডা. গুলি লাখ টাকা ছাড়িয়ে গেছিলো তারিক স্যার মাত্র ৫০ হাজার টাকায় করিয়ে দিলেন.(২৬-১০-২০২১). জানুয়ারি ২০২২ আজ আমি সুস্থ..দোয়া রইলো স্যার আল্লাহর রহমতে ও আপনার ওছিলায় আমি আজ সুস্থ...ভালো থাকবেন স্যার...
-
Overall Rating


