Reviews for Dr. Tariq Akhtar Khan


Clear Filter

We send a treatment completion survey to each patient after treatment completion. If patients give us permission to publish the reviews, we post them on this page.

4.99 out of 5 ( 101 Reviews )
Zohir Uddin

Posted on Google

চিরকৃতজ্ঞতা প্রিয় শিক্ষক শ্রদ্ধাভাজন ডাঃতারিক আখতার খান স্যার। তিনি মানুষ হিসেবে অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলভ।তাঁর সুচিকিৎসায় হাজারো জটিল রোগি সুস্থজীবন ফিরে পেয়েছে। স্যারকে শুরু থেকেই জানার সুযোগ হয়েছে। স্যার চিকিৎসা জীবনের প্রতিটা ক্ষেত্রে তাঁর যোগ্যতা এবং দক্ষতার প্রমান দিয়ে আজ দেশ সেরা একজন Colorectal Surgeon। আমি যে কারনে স্যারের প্রতি কৃতজ্ঞ: আমার স্ত্রী বিয়ের প্রায় দুই বছর আগে থেকে কোলনের পলিপ এবং স্ট্রিকচার নামক জটিল সমস্যায় ভুগছিলেন। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোন সমাধান পাইনাই। আমি তাকে "বিআরবি"হাসপাতালে স্যারের চেম্বারে নিয়ে যাই।স্যার সময় নিয়ে তার সকল রিপোর্ট দেখলেন এবং বললেন আমার স্ত্রীর কোলনের(বৃহদান্ত্র)কিছু অংশ কেটে ফেলতে হবে এবং এটাই একমাত্র সমাধানের পথ। অবশেষে গত ২৫/১২/২০২১ ইং তারিখে 'স্যার' সফল ভাবে অপারেশন সম্পন্ন করেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার স্ত্রী এখন পরিপূর্ণ সুস্থ। আল্লাহর কাছে স্যারের নেক হায়াতের জন্য দোয়া করছি যেন এভাবে অসংখ্য রোগির সুস্থ জীবন উপহারের মাধ্যম হতে পারেন।

Riyad Sarker

Posted on Google

সময় টা ছিল গত বছর রমজান মাসে হঠাত বুঝতে পারলাম আমার ফিস্টুলা হয়েছে.. বুঝে উঠতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল... সাধারন ফোড়া ভেবে অবহেলা করেছিলাম. পরে যখন ব্যাপার টা বুঝে উঠতে পারছিলাম না তখন গুগল সারচ করে ডা. একে এম ফজলুল হকের নাম পেলাম..তাকে গিয়ে দেখালাম.. ১৬০০ টাকা ভিজিট দিয়ে ৬ মিনিট সময় ও উনি আমাকে দেন নি.. তাতে কোনো আফসোস ছিলো কিন্তু আমার চিকিৎসা এর জন্য বলেছিলো ৩ বার অপারেশন করতে হবে তাতে প্রায় দুই লাখ টাকা খরচ হবে..হতাশা নিয়ে বাড়ি ফিরলাম.. ভেবেছিলাম হয়তো রোগ টা নিয়েই বেচে থাকতে হবে..পরিবারের কথায় হাল ছাড়লাম না আরও ডা. দের খোজ করতে থাকলাম..মিরপুর ডেলটা কেয়ার এ একজন কে দেখালাম..কিন্তু স্যটিস্ফ্যকশন পেলাম না..অবশেষে ডা. তারিক আখতার খান স্যার এর খোজ পেলাম.. অবশেষে স্যার আমাকে আস্বাস দিলেন... আমার সমস্যা খুব মনোযোগ দিয়ে শুনে আমাকে অপারেশন করতে বললেন..এত টাকার অপারেশন যেখানে অনন্য ডা. গুলি লাখ টাকা ছাড়িয়ে গেছিলো তারিক স্যার মাত্র ৫০ হাজার টাকায় করিয়ে দিলেন.(২৬-১০-২০২১). জানুয়ারি ২০২২ আজ আমি সুস্থ..দোয়া রইলো স্যার আল্লাহর রহমতে ও আপনার ওছিলায় আমি আজ সুস্থ...ভালো থাকবেন স্যার...

Abdul Kader

Posted on Google

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ,মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একজন মহান ব্যক্তিত্ব, নীতিবান স্পষ্ট বাদি লোকের ব্যাপারে কিছু বলবো, যিনি হচ্ছেন ডক্টর তারিক আক্তার খান কলোরেক্টাল এবং কোলন সার্জন (যার কিনা চোখেমুখে এক ঝাঁক হাসি লেগেই থাকে)ঢাকা বিআরবি হসপিটাল বসেন, আমি একজন ডাক্তারের নাম বলবো না আমার সহধর্মিনী কে নিয়ে প্রথম ওনার কাছে গিয়েছিল তিনি যে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষায় রিপোর্ট অনুযায়ী যদি আমার ওয়াইফের অপারেশন হতো তাহলে জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, যাইহোক আল্লাহর রহমত ছিল ডক্টর তারিখ স্যারের সাথে দেখা হয়েছিল উনার ক্লোনোস্কপি টেস্টে আমার ওয়াইফের আসল রোগটি নির্ণয় হয় ,সেই পরীক্ষাটা স্যার নিজের হাতে করেছিলেন ,তারেক স্যার মহান মনের মানুষ যিনি এতকিছু থাকার পরও তার নিজের গ্রামের ঝিনাইদহ সপ্তাহে দুই দিন গরীব অসহায় মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন ,আলহামদুলিল্লাহ স্যারের মতন একজন ভাল লোকের মাধ্যমে আমার ওয়াইফের কোলন ক্যান্সারের অপারেশন করাতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, স্যারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ যেন স্যার কে নেক হায়াত দান করেন মানব সেবার জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন আমীন সুম্মা আমীন‌।

Review Central
4.99 out of 5 ( 101 Reviews )
Call Receptionist
Call for Appointment
Make An Appoinment

Appointment Scheduling Time: 9 AM - 10 PM

  1. Dhanmondi Diagnostic & Consultation Center
  2. Impulse Hospital
  3. Labaid Cancer Hospital
Arrow